পাবনায় শাতিল হোসেন নামের এক স্কুলছাত্রকে অপহরণের পর শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দুপুরে সদর উপজেলার মধুপুর গ্রামের একটি বাগান থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
নিহত শাতিল হোসেন পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার মধুপুর গ্রামের বিলাল হোসেনের ছেলে ও আতাইকুলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর-এ-আলম জানান, স্থানীয়দের দেয়া সংবাদের মাধ্যমে জানতে পারি যে, মধুপুর গ্রামের একটি বাগানে লাশ পরে আছে। তাৎক্ষণিকভাবে আমরা ঘটনাস্থলে গেলে গ্রামবাসী শাতিলের লাশ বলে সনাক্ত করেন।
নিহতের বাবার বরাত দিয়ে ওসি আরও জানান, শাতিল বাড়ির পাশের একটি মাঠে গত শুক্রবার রাতে ব্যাডমিন্টন খেলে আর বাড়ি ফেরেনি। অনেক খুঁজাখুঁজি করেও শনিবার দুপুর পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। পারিবারিক কোন পূর্ব বিরেধের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছেন। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলেও জানান ওসি।
বিডি-প্রতিদিন/১২ ডিসেম্বর, ২০১৫/মাহবুব