লালমনিরহাটের চার্চ অব গর্ড উপসনালয়ের যাজক (ফাদার) তপন কুমার বর্মণকে ডাকযোগে চিঠি পাঠিয়ে হত্যার হুমকি দিয়েছে মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট তথা আইএস।
এ ঘটনায় শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে জীবনের নিরাপত্তা চেয়ে তিনি লালমনিরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
লালমনিরহাট সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃস্পতিবার বিকেলে তপন কুমার হত্যার হুমকির চিঠিটি পান। হত্যার হুমকি দিয়ে চিঠি দেয়ার পর চার্চে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি কারা এ হুমকি দিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
বিডি-প্রতিদিন/১৩ ডিসেম্বর, ২০১৫/মাহবুব