সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে উপজেলা জামায়াতের আমির বুলবুল হাসানসহ ২ নেতাকে আটক করেছে পুলিশ।
শনিবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে নিজ নিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক বুলবুল উপজেলার রড়হর ইউনিয়ন জামায়াতের আমির ও অলিপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে। অন্যজন হলেন থানা জামায়াতের রোকন ও উপজেলার শ্যামপুর গ্রামের আব্দুর জব্বারের ছেলে আব্দুল মতিন। বুলবুল হাসান ঢাকা মহানগর জামায়াতের আমির রফিকুল ইসলাম খাঁনের বিশেষ সহকারি হিসেব দায়িত্ব পালন করে আসছিলেন বলে জানা গেছে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের নিজ নিজ এলাকা থেকে আটক করা হয়েছে। আটককৃতের বিরুদ্ধে একাধিক নাশকতা মামলার গ্রেফতারি পরয়োনা রয়েছে। তারা দীর্ঘ দিন আত্মগোপনে ছিলেন। রবিবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
বিডি-প্রতিদিন/১৩ ডিসেম্বর, ২০১৫/মাহবুব