লক্ষ্মীপুরে কমিটি গঠনকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবকলীগের দুই গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। শনিবার রাত ৯টার দিকে পৌর শহরের মজুপুুর ১০ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এসময় জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি বেলায়েত হোসেন বেলালের প্রাইভেটকার ভাংচুর করে বিক্ষুব্ধরা। এ ঘটনায় দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে আজ রবিবার পৌর স্বেচ্ছা সেবকলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জেলা কমিটি। আহতদের সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্ব নির্ধারিত ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সন্মেলনের কার্যক্রম চলাকালে পৌর স্বেচ্ছাসেবকলীগের একটি গ্রুপ ও স্থানীয় ওয়ার্ড যুবলীগের সভাপতি রেজাসহ তাদের লোকজন সভাপতি পদে কামরুল এবং সাধারণ সম্পাদক পদে প্রার্থী জাকিরের পক্ষে অবস্থান নেন। অপরদিকে, স্থানীয় ছাত্রলীগের হাকিম ও কাজী প্রেমের লোকজন অপর সভাপতি পদে প্রার্থী আলমগীর ও লিটনকে সভাপতি-সম্পাদক করার পক্ষে পাল্টা অবস্থান নেন। পরে কমিটি ঘোষণা ছাড়াই অথিতিরা সম্মেলনস্থল ত্যাগ করার সময়ে স্থানীয় যুবলীগের রেজার নেতৃত্বে জাকির ও কামরুলের লোকজন তাদের বাধা দেন। এসময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত হন ১০ জন।
বিডি-প্রতিদিন/১৩ ডিসেম্বর ২০১৫/শরীফ