তামাক চাষে কৃষকদের উদ্বুদ্ধ করায় তামাক কোম্পানীগুলোর বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছেন লালমনিরহাটের বিক্ষুদ্ধ কৃষকরা।
তামাককে না বলুন, পরিহার করুণ ধুমপান, বাচাঁন কৃষককে এই প্রতিপাদ্য বিষয়ে শুক্রবার সকালে জেলার কাকিনা ও দৈখাওয়া এলাকায় সমাবেশ করে কৃষক সমাজ। সমাবেশে শত শত কৃষক অংশ নেয়। এসময় তারা তামাকের বিকল্প ফসল চাষের দাবি জানান সরকারের কাছে।
কৃষকরা তামাক কোম্পানী গুলোর প্রত্যক্ষ সহযোগিতায় ও তাদের আগ্রাসীতার কারনে দিনদিন অধিক পরিমানে তামাক চাষে ঝুকে পড়ছেন আর হারাচ্ছেন ফসলের জমি বলে দাবি করেন তারা।
এদিকে তামাক চাষ করতে গিয়ে কৃষক পরিবারের সবাইকে ভুগতে হচ্ছে তামাক জনিত নানা রোগে। লেখাপড়া থেকে বঞ্চিত হচ্ছে কৃষক পরিবারের ছেলে-মেয়েরা।
এ ব্যাপারে আন্দোলনে অংশ নেয়া কৃষক নেতা আমিনুল হক বলেন, তামাক কোম্পানীগুলো অধিক হারে মুনাফা দেয়ার লোভ দেখিয়ে কৃষকদের তামাক চাষে উৎসাহিত করছে। ফলে ফলে দিন দিন জেলার অন্যান্য রবি ফসলের চাষ আশঙ্কা জনক হারে কমছে। অথচ নির্বিকার রয়েছে কৃষি বিভাগ। তিনি তামাক কোম্পানীগুলো বন্ধ করার পাশাপাশি সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।
বিডি-প্রতিদিন/ ২২ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন