গণতন্ত্র রক্ষা ও দেশের উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোন বিকল্প নেই মন্তব্য বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকলে দেশের উন্নয়ন ও আইনের শাসন প্রতিষ্ঠাত হয় অপরদিকে বিএনপি ক্ষমতা থাকলে দেশে লুটপাট আর সন্ত্রাসী বাংলা ভাই-জঙ্গীদের উত্থান হয় বলেও মন্তব্য করেছেন মন্ত্রী।
শুক্রবার বিকেলে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শিমুলদাইড়-হরিনাথপুর সড়ক প্রশস্তকরণ প্রকল্পের উদ্বোধনশেষে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব মন্তব্য করেন।
মোহাম্মদ নাসিম বিএনপির সমালোচনা করে বলেন, বিএনপি বিদেশীদের কাছে ধর্ণা দিয়ে ক্ষমতায় যাবার ষড়যন্ত্র করছে। কিন্তু ষড়যন্ত্র করে লাভ হবে না। ক্ষমতায় যেতে হলে জনগণের কল্যানে কাজ করতে হবে। হত্যা-সন্ত্রাস-বোমাবাজি বন্ধ করে সরকারের উন্নয়ন কর্মকান্ডে সহযোগিতা করতে হবে।
তিনি বলেন, ২০১৯ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ ব্যালটের মাধ্যমে সিদ্ধান্ত নেবে। আওয়ামী লীগ জনগণের রায় মেনে নেবে। মোহাম্মদ নাসিম বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, রাস্তাঘাট-বিদ্যুতসহ সকল সেক্টরে উন্নয়ন হয়েছে। বিশ্বে বাংলাদেশ রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে।
এসময় সাবেক এমপি তানভীর শাকিল জয়, আওয়ামী লীগ নেতা শওকত হোসেন, মোজাম্মেল হক বকুল সরকার, খলিলুর রহমান, যুবলীগ নেতা লুৎফর রহমান মুকুল, জিয়াউর রহমান স্বাধীন ও আসলামসহ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী সিরাজগঞ্জ সদর উপজেলার শালুয়াভিটা গ্রামে জামে মসজিদের উন্নয়ন কাজের উদ্বোধন করেন। এ সময় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না ও সংরক্ষিত আসনের এমপি সেলিনা বেগম স্বপ্নাসহ সরকারদলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ২২ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন