নাটোরের বড়াইগ্রাম থানার দুইজন পুলিশ কর্মকর্তা পেশাগত কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখায় শ্রেষ্ঠ পুলিশ অফিসারের সম্মানে ভূষিত হয়েছেন।
শুক্রবার দুপুরে এ উপলক্ষ্যে তাদেরকে সংবর্ধনা দেয়া হয়।
থানা চত্ত্বরে আয়োজিত সংবর্ধনা সভায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শফিকুল ইসলাম।
সভায় অন্যান্যের মধ্যে বড়াইগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসাহাক আলী মোল্লা, এসআই তহসেন ও আব্দুল জলিল, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, ওয়ার্ড কাউন্সিলর জালাল উদ্দিন, ওয়ার্ড মেম্বার নুর ই আলম সিদ্দিকী, উপজেলা প্রেসক্লাব সভাপতি অহিদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি নির্বাচিত শ্রেষ্ঠ অফিসার এস আই মহিউদ্দিন ও এস আই মাসুদ করিমের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন।
বিডি-প্রতিদিন/ ২২ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন