নোয়াখালীর জেলার সোনাইমুড়ীর মোতালেব মার্কেটে আমিন জুয়িলার্সে চুরি হয়েছে। দোকানের তালা ভেঙ্গে ৫০ ভরি স্বর্ণ চুরি করে নিয়ে গেছে চোরের দল।
আজ শুক্রবার জুমার নামাজের সময় এ ঘটনা ঘটে। সোনাইমুড়ী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
আমিন জুয়িলার্সের মালিক শাখওয়াত উল্লা জানান বেলা ১টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে নামাজের জন্য যাই। বেলা পৌনে ৩টায় ফিরে এসে দেখি ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভেঙ্গে ৫০ ভরি স্বর্ণ নিয়ে গেছে। যার আনুমানিক বাজার মুল্য ২২ লক্ষ টাকা।
বিডি-প্রতিদিন/ ২২ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন