নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইজিসিবি'র নির্মাণাধীন ৩৩৫ মেগাওয়াট কম্বাইন্ড সার্কেল বিদ্যুতকেন্দ্রের ঠিকারদারী প্রতিষ্ঠান আইসোল্যাক্সের লোহার স্টাকচারের তৈরি দোতলা অফিস ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ জানুয়ারি) রাত পৌনে ৯ টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের হাজীগঞ্জ, মন্ডলপাড়া ও ঢাকার ডেমরার ৬টি ইউনিট দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আগুনের খবর সংগ্রহ করতে গেলে নিরাপত্তাপ্রহরী ও অফিসের লোকজন সাংবাদিকদের ভেতরে ঢুকতে দেয়নি। অগ্নিকাণ্ডের সময় দেড় ঘন্টা নারায়ণগঞ্জ-আদমজী ইপিজেড-ডেমরা সড়ক বন্ধ থাকে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা জোনের উপ-সহকারী পরিচালক মাসুদুর রহমান আকন জানান, লোহার স্টাকচারের তৈরি দোতলা অফিস ভবনে আগুন লাগে। এতে ৮০ ফুট বাই ৬০ ফুট আয়তনের অফিস ঘরটি পুড়ে যায়। নারায়ণগঞ্জ ও ঢাকার ৬টি ইউনিট দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগের করণে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি সরাফত উল্লাহ জানান, রাত সোয়া ১০টার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে। আগুন লাগার কারন জানা যায়নি। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
বিডি-প্রতিদিন/২৩ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ