নওগাঁর বদলগাছী উপজেলায় এনায়েতপুর গ্রামে বিষাক্ত মদপানে ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ রয়েছে আরও ৪ জন।
শুক্রবার রাত থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন বদলগাছী উপজেলার বিলাসবাড়ি ইউনিয়নের এনায়েতপুর গ্রামের মৃত কুরানু সরদারের ছেলে সোলায়মান আলী (৫০), একই গ্রামের পুকরা মন্ডলের ছেলে হোসেন আলী (৩৫), একই গ্রামের আজাহার আলীর ছেলে সুজন (২৭) ও পাশ্ববর্তী নূরপুর গ্রামের লকাই মন্ডলের ছেলে আব্দুল মজিদ (২৫)।
গ্রামবাসীর বরাত দিয়ে বদলগাছী থানার ওসি রফিকুল ইসলাম জানান, উপজেলার এনায়েতপুর ও নূরপুর গ্রামের কয়েকজন যুবক বিদেশী মেয়াদ উত্তীর্ন মদ সংগ্রহ করে বৃহস্পতিবার সন্ধ্যায় বদলগাছী উপজেলার এনায়েতপুর হাটে পিকনিকের আয়োজন করে। পিকনিকে তারা বিদেশী মেয়াদ উত্তীর্ণ মদসহ গরুর মাংস খায়। রাতে তারা নিজ নিজ বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন শুক্রবার সকাল থেকে ক্রমেই অসুস্থ হয়ে পড়ে তারা। দুপুরের পর পিকনিকে অংশগ্রহনকারী ৮ জনকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সেখান থেকে সুজন ও তসলিমের ছেলে সজলকে (২২) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আর আব্দুল মজিদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এছাড়া বাকি ৫ জন সোলাইমান আলী, হোসেন আলী, আবু হাসেমের ছেলে উজ্জল রহমান (৩৫), আব্দুর রহমানের ছেলে সুমন রহমান (২৬), মোকছেদ আলীর ছেলে মোসলেম উদ্দীনকে (২৪) নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এরপর শুক্রবার রাত ৯টার দিকে সোলায়মান আলী ও হোসেন আলী চিকিৎসাধীন অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে মারা যায়। আব্দুল মজিদ দিবাগত রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় এবং সর্বশেষ শনিবার সন্ধ্যায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুজন মারা যায়।
এ ঘটনার সংবাদ পেয়ে আজ শনিবার সকালে বদলগাছী থানার ওসি রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে নওগাঁ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাহফুজার রহমান বলেন, রোগীদের তথ্য অনুযায়ী তারা মদ পান করার পর অসুস্থ হয়ে পড়েন।
বিডি-প্রতিদিন/২৩ জানুয়ারি, ২০১৬/রশিদা/মাহবুব