কক্সবাজারের টেকনাফে বিপুল পরিমাণ বার্মিজ মদ-বিয়ারের একটি চালান উদ্ধার করেছে কোস্টগার্ড। আজ শনিবার ভোর রাতে কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লে. মামুনুর রশিদের নেতৃতে একদল কোস্টগার্ড সদস্যরা চালানটি উদ্ধার করে। এজন্য তারা গোপন সংবাদে টেকনাফ স্থল বন্দর সংলগ্ন পাহাড়ের জঙ্গলে অভিযান চালায়। উদ্ধার মাদকের মধ্যে রয়েছে ৪৫ বোতল কান্ট্রি ড্রাইজিন মদ, ২০ বোতল ডাইবে্লা বিয়ার, ৭০০ ক্যান আন্ডামান গোল্ড বিয়ার, ৫০ বোতল মিয়ানমার বিয়ার। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায় বলে জানা গেছে। উদ্ধার মদ বিয়ারের আনুমানিক মূল্য ৪ লাখ ৭১ হাজার পাঁচশ টাকা বলে জানা যায়।
বিডি-প্রতিদিন/২৩ জানুয়ারি ২০১৬/শরীফ