কক্সবাজারের টেকনাফ নাফনদী সীমান্তে মালিক বিহীন ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার মূল্য ১ কোটি ২০ লাখ টাকা বলে জানিয়েছেন।
শনিবার সকাল ৬ টার দিকে ২ বর্ডার র্গাড ব্যাটালিয়ান অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদের নেতৃত্বে দমদমিয়া বিওপি জওয়ানরা হ্নীলা জাদিমোরা সীমান্তের নাফনদীর কিনারায় অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা। এ সময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
এদিকে উদ্ধার ইয়াবা সমূহ বিজিবি ব্যাটলিয়ান সদরে জমা রাখা হবে এবং পরবর্তীতে সংশ্লিষ্টদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/ ২৩ জানুয়ারি, ২০১৬/ রশিদা