সিরাজগঞ্জের তাড়াশে বাবার উপর অভিমান করে সীমা রোহিদ (১৭) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। শনিবার দুপুরে পুলিশ লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
সীমা উপজেলঅর নওগাঁ ইউনিয়নের কালুপাড়া গ্রামের শ্রী জ্ঞ্যান্দ্রেনাথ রোহিদের মেয়ে ও অনুখা পাগলাপীর উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্রী।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আমিনূল ইসলাম জানান, পারিবারিক কলহের কারণে স্কুলছাত্রীর বাবা তাকে মারপিট করে। এতে বাবার উপর অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৩ জানুয়ারি, ২০১৬/ রশিদা