সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউপির বিক্রমপুর হালদাপাড়া কালিমন্দিরের ৫টি প্রতিমার মাথা ভাংচুর করেছে দুর্বত্তরা। শুক্রবার গভীর রাতের কোনো একসময় এ ঘটনা ঘটে। এতে করে হিন্দু সম্প্রদায়ের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, কুয়াশা ও প্রচণ্ড শীতের কারণে মন্দিরে কোনো লোকজন ছিল না। এ সুযোগে রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মন্দিরে ঢুকে কালিমাতাসহ ৫টি প্রতিমার মাথা ভাংচুর করে পালিয়ে যায়। সংবাদ পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল আহসান তালুকদার জানান, ঘটনাস্থল পরিদর্শনের পর মন্দির কমিটির লোকজনকে থানায় মামলা দিতে বলা হয়েছে। তদন্তপূর্বক দ্রুত অপরাধীদের সনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/২৩ জানুয়ারি ২০১৬/শরীফ