বগুড়া-নওগাঁ সড়কের উপজেলার সিওঅফিস বাসষ্ট্যান্ড এলাকাকে যানজটমুক্ত করার জন্য ডিভাইডার রাস্তা নির্মাণসহ সৌন্দর্য বৃদ্ধি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন পৌরসভা করার লক্ষ্যে চলমান পরিকল্পিত নগর উন্নয়ন কাজের অংশ হিসেবে এ কাজের উদ্বোধন করা হয়েছে।
ফুটপাতে ব্যবসা করে আসা প্রায় দেড় শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ীকে নিরাপদ স্থানে পূণর্বাসনসহ প্রায় ৭০ লাখ টাকা ব্যয়ে শনিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ নির্মান প্রকল্পের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব মমতাজ উদ্দীন।
পরে একই স্থানে অস্থায়ী মঞ্চে পৌর মেয়র বেলাল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সড়ক ও জনপথ বিভাগ বগুড়ার নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, ইউএনও শাহেদ পারভেজ, জেলা আওয়ামী লীগ নেতা এ্যাড. তবিবর রহমান তবি, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক এ্যাড. জাকির হোসেন নবাব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান খান সেলিম, সাধারন সম্পাদক আলহাজ্ব ফজলুল হক, ওসি নজরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব গাজীউর রহমান, উপজেলা নাগরিক কমিটির সভাপতি আব্দুল বাছেদ, পৌর কাউন্সিরর এস,এম কায়কোবাদ, সচিব কার্তিক চন্দ্র দাস, সংশ্লিষ্ট কাজের ঠিকাদার আবুল কালাম আজাদ প্রমূখ।
বিডি-প্রতিদিন/ ২৩ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন