লালমনিরহাট জেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৬। জেলা পরিষদ কাম-অডিটরিয়াম সেন্টারে শনিবার সকালে মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা প্রশাসক ও অনুষ্ঠানের প্রধান অতিথি হাবিবুর রহমান ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন।
অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা অতিরিক্ত প্রশাসক (সার্বিক) রেজাউল আলম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম।
ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচির আওতায় লালমনিরহাট জেলা প্রশাসনের উদ্যোগে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৬ অনুষ্ঠিত হচ্ছে। মেলা ২৩ জানুয়ারী থেকে ২৫ জানুয়ারী সকাল ৯ থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।
ডিজিটাল উদ্ভাবনী মেলা জেলার ৫ টি উপজেলার ইউডিসি কেন্দ্রের পরিচালক গণ মেলায় প্রযুক্তি বিষয়ে কি ভাবে জনগনকে সেবা দেওয়া হয় তা প্রজেক্ট্ররে মাধ্যামে তুলে ধরেন। মেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান মিলে একশত টি স্টল তাদের প্রযুক্তি ও সেবা প্রর্শন করছে।
বিডি-প্রতিদিন/ ২৩ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন