দিনাজপুরের বীরগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত স্কুলছাত্র মোঃ ফরহাদ (০৬) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছে।
ফরহাদ হোসেন বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের চাকাই গ্রামের মোঃ আব্দুল জব্বারের ছেলে এবং চাকাই সরকারী প্রাথমিক বিদ্যালযের প্রথম শ্রেণির ছাত্র।
শনিবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যু বরণ করে।
সুজালপুর ইউনিয় পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম মাষ্টার জানান, স্কুল হতে বাড়ি ফেরার পথে বৃহস্পতিবার দুপুর ১টায় সুজালপুর ইউনিয়নের দিনাজপুর-ঠাকুরগাঁও সড়কের চাকাই এলাকায় অবস্থিত হিমাদ্রি হিমাগারের সামনে পঞ্চগড় থেকে ছেড়ে আসা রংপুর গামী তৃপ্তি পরিবহন (ঢাকা-মেট্রো-ব-১৪-৩৭১৬) ধাক্কা দেয়। পথচারীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে সে মারা যায়।
বীরগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ ফখরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর চালক হেলপার পালিয়ে যায়। ঘাতক বাসটিকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৩ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন