বগুড়ার শেরপুর উপজেলার একটি সবজি ক্ষেত থেকে সাইদুর রহমান (৩২) নামের এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের দামুয়া গ্রাম থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
নিহত সাইদুর শেরপুর পৌর শহরের উলিপুর অফিসারপাড়া এলাকার আনোয়ার হোসেনের পুত্র।
জানা যায়, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাইদুর রহমান তার বাসা থেকে বেরিয়ে যান। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তার বাবা আনোয়ার হোসেন রাত ৯টা পর্যন্ত বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান পায়নি। এরপর শনিবার দুপুরে ওই গ্রামের একটি সবজি ক্ষেতে স্থানীয় লোকজন অজ্ঞাত এক যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে এবং স্বজনরা নিহতের লাশ শনাক্ত করে।
বগুড়ার শেরপুর থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ এরফান জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করেছে। হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। তদন্ত চলছে।
বিডি-প্রতিদিন/২৩ জানুয়ারি, ২০১৬/মাহবুব