পটুয়াখালীর কলাপাড়ায় নির্মাণাধীন আয়রন ব্রীজটির কাজ শেষ হওয়া নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে। উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখীমারা খালের উপর দীর্ঘ এ আয়রন ব্রিজটির নির্মাণ কাজ শুরু হয় প্রায় দেড় বছর আগে। তবে ব্রীজের কাজ কবে শেষ হবে তা সঠিকভাবে জানাতে পারছেন না এলজিইডি ডিপার্টমেন্ট।
ব্রীজটির কাজ পুরোপুরি সম্পূর্ণ হলে ওই ইউনিয়নের পাঁচ গ্রামে কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপণ্য সামগ্রী সরাসরি বাজারজাত করতে ব্যাপক সুবিধা পাবে বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ব্রিজটিতে রেল পাটি, আয়রন বীম, ক্রস এ্যাঙ্গেল বসানো হয়েছে। নির্মান কজের দেড় বছরেও উপরের পাটাতন দেওয়া হয়নি। বর্তমানে ব্রিজ নির্মান কাজ বন্ধ রয়েছে। কৃষকসহ স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীর সুবিধার্থে স্থানীয় মেম্বার কামাল হোসেন গ্রামবাসীর সহায়তার ব্রিজের এক পাশে কাঠের তক্তার পাটাতন দিয়ে লোকজনের চলাচল উপযোগী করে রেখেছন।
স্থানীয় সরকার অধিদপ্তরের প্রকৌশলী আব্দুল মান্নান জানান, আয়রন স্ট্রাকচারের কাজ এখন পর্যন্ত শেষ হয়নি। সবকিছু যথাযথভাবে সম্পন্ন করা হবে। এছাড়া এ ব্রিজটির পাটাতনে স্লাব দেয়ার জন্য প্রয়োজনীয় অর্থ এডিবি থেকে বরাদ্দ দেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৩ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন