২০১৯ সালে শেখ হাসিনার অধীনে ব্যালটের মাধ্যমে নৌকা ও ধানের শীষের ফাইনাল খেলা হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী নাসিম।
জনগনই ব্যালটের মাধ্যমে নৌকাকে বিজয় করবে। পৌরসভা নির্বাচনে জনগন জঙ্গীবাদ-পেট্টালবোমা মেরে মানুষ হত্যাকারীদের প্রত্যাখন করেছেন। ভবিষ্যতেই জনগন তাদের প্রত্যান করবে বলেও মন্তব্য করেন মন্ত্রী।
আজ শনিবার সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজে আন্ত:বিভাগীয় ফুটবল খেলা উদ্বোধনী অনুষ্ঠানে মোহাম্মদ নাসিম এসব কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, ২০২১ সালের মধ্যেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। শেখ হাসিনার এ অর্জন নেতাকর্মীদের ধরে রাখতে হবে। কোনভাবেই তা ব্যর্থ হতে দেয়া যাবে না। তিনি বিএনপির কঠোর সমালোচনা করে আরো বলেছেন-বিএনপি নেত্রী জ্বালাও পোড়াওয়ের রাজনীতি করে জনগণের কাছে পরাজিত হয়ে এখন তারা বিদেশীদের কাছে ধর্ণা দিয়ে ক্ষমতায় যাবার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।
এসময় স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, সেলিনা বেগম স্বপ্না এমপি, কলেজের অধ্যক্ষ মনোয়ার হোসেন, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, আব্দুল হাকিম, জিহাদ আল ইসলামসহ কলেজের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ২৩ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন