মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন একযুগ পর আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট লতিফুর রহমান রতন ও সাধারণ সম্পাদক শহীদ ইকবাল নির্বাচিত হন।
শনিবার দুপুরে সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জেলা পরিষদ প্রশাসক মতিয়র রহমান খান।
মোহনগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দুপুরে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান কাঁচা। এ সময় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মীর্জা আজম এমপি, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি, স্থানীয় সংসদ সদস্য রেবেকা মমিন এমপি, ছবি বিশ্বাস এমপি, ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু এমপি, বাংলাদেশ যুব মহিলা লীগের সম্পাদক অধ্যাপিকা অপু উকিল ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আশরাফ আলি খান খসরুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সম্মেলনের ২ পর্বে সভাপতি-সম্পাদকের নাম ঘোষণা করা হয়।
উল্লেখ্য, মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০০৩ সালে। সম্মেলনে আব্দুল কদ্দুছ আজাদ সভাপতি ও শহীদ ইকবাল সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। আব্দুল কদ্দুছ আজাদ মৃত্যুবরণ করার পর থেকে আলহাজ্ব মজিবুর রহমান (কাঁচা মিয়া) অত্যন্ত দ্বায়িত্বশলতার সঙ্গে দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।
বিডি-প্রতিদিন/ ২৩ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন