লক্ষ্মীপুরের রায়পুরে অজ্ঞাতপরিচয়ের এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার দুপুরে উপজেলার দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের পূর্ব গাইয়ারচর গ্রামের একটি পানের বরজ থেকে ওই মৃতদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
স্থানীয় এলাকাবাসি জানান, স্থানীয় গাইয়ারচর গ্রামের একটি পানের বরজে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এলাকবাসি। পরে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। এসময় উদ্ধারকৃত নারীর নাক কাটা ছিল বলে জানান এলাকাবাসি। দুর্বৃত্তরা নির্যাতন করে ওই নারীকে হত্যার পর ওই স্থানে লাশ ফেলে রেখে গেছে বলে ধারনা করছেন স্থানীয়রা।
এ ব্যাপারে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন জানান, অজ্ঞাত পরিচয়ে এক নারীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ড কিনা জানতে চাইলে তিনি বলেন ময়নাতদন্ত ছাড়া কিছুই বলা যাচ্ছেনা।
বিডি-প্রতিদিন/ ২৩ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন