ময়মনসিংহের নান্দাইলে আওয়ামী লীগের সাবেক সাংসদ মেজর জেনারেল (অব:) আব্দুস সালামের গাড়িতে হামলা ও ভাংচুর করেছে বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন তুহিনের কর্মী-সমর্থকরা।
আজ শনিবার বিকেলে উপজেলার চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। পরে সালাম সমর্থকরা বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করে রাখে।
এর আগে দুপুর ৩ টার দিকে একই স্থানে দু’পক্ষের সভা ডাকাকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন।
জানা যায়, উপজেলার মেরেঙ্গা বাজারে প্রথমে সাবেক এমপি আব্দুস সাত্তার কর্মী সভা ডাকে। পরে তাকে চ্যালেঞ্জ করে একই স্থানে সভা ডাকে শাসক দলের বর্তমান এমপি আনোয়ারুল আবেদীন তুহিন এর কর্মী সমর্থকরা। দু’পক্ষের একই স্থানে সভাকে কেন্দ্র করে দুপুর ৩ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ নূর আলম ১৪৪ ধারা জারি করেন। এরপর পরই বর্তমান সংসদ সদস্যের লোকজন চৌরাস্তা এলাকায় সাবেক সাংসদের গাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। এ সময় অল্পের জন্য রক্ষাপান মেজর জেনারেল (অব:) আব্দুস সালাম।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, হামলার ঘটনা ঘটলেও সাবেক সংসদ সদস্য কিংবা অন্য কেউ আহত হননি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।
বিডি-প্রতিদিন/ ২৩ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন