বরিশালে বাসচাপায় সায়েম (২৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলের অপর দুই আরোহী।
শনিবার বিকেল ৪টার দিকে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার পার্শ্ববর্তী এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সায়েম বাবুগঞ্জ উপজেলার মোহনগঞ্জের বাসিন্দা টুলু মিয়ার ছেলে।
আহত যুবকরা হলেন- বাবুগঞ্জের চাঁদপাশা এলাকার বাবুল মোল্লার ছেলে সজিব (২৫) ও সাতমাইল এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে শুভ (২০)। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেছে।
শজিমেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাসুদ মোল্লা বলেন, তিন যুবক বরিশাল থেকে মোটরসাইকেলে করে রহমতপুরের দিকে যাচ্ছিলেন। পথে এয়ারপোর্ট থানার পার্শ্ববর্তী এলাকায় বাসের চাপায় আহত হন তারা।
স্থানীয়রা তাদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে আসে। জরুরি বিভাগে সায়েমকে মৃত ঘোষণা করা হয়। অপর দুই জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে সজিবের অবস্থা গুরুত্বর বলে জানান মাসুদ মোল্লা।
বিডি-প্রতিদিন/ ২৩ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন