তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে এখন ভালো সময় এসেছে। দেশ গণতন্ত্র ও সুশাসনের দিকে এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, যেদিন বঙ্গবন্ধু ও শিশু রাসেল, জাতীয় ৪ নেতাকে হত্যা করা হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর ও কবি নজরুলকে বিকৃত করে উপস্থাপন করা হয়েছে, ইতিহাস বিকৃত করা হয়েছে সেদিন ছিল নষ্ট সময়।
শনিবার বিকেলে ফেনীর ছাগলনাইয়া পৌরসভায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ‘শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম’ প্রকল্পের আওতায় বহিরাঙ্গণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, যুদ্ধাপরাধী, রাজাকার, স্বাধীনতাবিরোধী তালেবান, নারী উত্ত্যক্তকারী ও আগুন সন্ত্রাসীদের বাংলাদেশে ঠাঁই হবে না। নিরক্ষরতা, বাল্যবিয়ে, দারিদ্র, ইভটিজিং, নারী নির্যাতন ও সন্ত্রাস থাকবে না এমন একটি দেশ চাই আমরা।
বিডি-প্রতিদিন/ ২৩ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন