একটি সন্তানের জন্ম দেওয়াই স্বাভাবিক। সেক্ষেত্রে সংখ্যাটি একের জায়গায় কোনো কোনো ক্ষেত্রে সর্বোচ্চ দুইও হয়ে থাকে। কিন্তু একসঙ্গে ৪ সন্তানের জন্ম দেয়া যেকোনো মায়ের জন্যই অস্বাভাবিক একটি বিষয়। তবে লক্ষ্মীপুর সদর উপজেলার মহাদেবপুর গ্রামের প্রবাসী জাকির হোসেনের স্ত্রী কাজল আক্তার এক সঙ্গে সুস্থ্য ও সবল ৪ সন্তানের জম্ম দিলেন। এর মধ্যে একটি দুটি মেয়ে আর দুটি ছেলে সন্তান।
শনিবার সন্ধ্যায় স্থানীয় মাতৃছায়া হাসপাতালে অস্ত্রপচারের মাধ্যমে এই সন্তানগুলো ভুমিষ্ঠ করা হয়। একসঙ্গে ৪ জনকে পেয়ে তার পরিবারের লোকজনও বেশ খুশি। সদ্যজাত শিশুরা ও তাদের মা ভালো আছেন এখন, তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক। একই কথা জানিয়ে এ ঘটনা লক্ষ্মীপুরের ইতিহাসে এই প্রথম বলে জানালেন হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল ও কাজলের পরিবার জানায়, প্রথম সন্তান হওয়ার দীর্ঘ ১০ বছর প্রচেষ্টার পর আবার সন্তানের মা হলেন কাজল। তাও এক সঙ্গে ৪টি সন্তানের মা হলেন তিনি। হঠাৎ প্রসব ব্যাথা শুরু হওয়ার পর শনিবার বিকাল ৪টার দিকে স্থানীয় রায়পুর মাতৃছায়া হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এসময় গর্ভধারণের ৩৭ সপ্তাহ ছিল তার। খিচুনী খুব বেশী থাকায় অস্ত্রপচার করা হয়। পরে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ইউসি মেডিকেল অফিসার ডা. শামীমা নাসরিন সফল অস্ত্রপচার করেন। এসময় কাজলের ৪টি সন্তান জম্মলাভ করে।
কাজলের চিকিৎসক ডা. শামীমা নাসরিন জানান, মা ও বাচ্চারা বর্তমানে ভালো ও অনেকটা ঝুঁকিমুক্ত আছে। সদ্যজাত শিশুদের ওজনও মোটামুটি সমান রয়েছে।
এদিকে, এক সঙ্গে ৪ সন্তানের জম্ম নেয়ায় আলোড়ন সৃষ্টি হওয়ার ভয়ে অর্থাৎ উৎসুক জনতার ভিড় ও নিরাপত্তা ব্যবস্থায় হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি প্রথম পর্যায়ে গোপন রেখেছেন বলে জানান। অন্যদিকে পরিবারে ৪ নতুন সদস্য পেয়ে আনন্দিত রয়েছেন কাজলের পরিবার। হাসপাতালে নতুন অতিথিদের পরিচর্চায় ব্যস্ত রয়েছেন তারা।
এসময় কাজলের মা রোকেয়া, ননদ আয়শা জানান, দীর্ঘ প্রচেষ্টার পর আবার সন্তানের মা হলেন কাজল। তারা আল্লাহর কাছে শুকরিয়া ও সবার কাছে দোয়া কামনা করছেন।
বিডি-প্রতিদিন/২৪ জানুয়ারি, ২০১৬/মাহবুব