ভোলা জেলার মনপুরায় তীব্র শীতে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার দিবাগত রাত একটার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন হাজিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নুরুল ইসলাম (৮০) ও একই ওয়ার্ডের সিরাজুল ইসলাম সিরাজ (৮৫)।
জানা গেছে, গত ৩ দিন ধরে ভোলাসহ মনপুরা উপকূলে শৈত্য প্রবাহ অব্যাহত রয়েছে। সূর্যের দেখা মিলছে না। তীব্র শীত আর হিম শীতল বাতাসের কারণে মানুষ ঘর থেকে বের হতে পারছে না।
বিডি-প্রতিদিন/২৪ জানুয়ারি, ২০১৬/মাহবুব