বাগেরহাটের মোরেলগঞ্জে সাড়ে ৬ টন ধানসহ একটি ট্রাক গভীর খাঁদে পড়ে গেছে। শনিবার দিবাগত রাত ১২টার দিকে ট্রাকটি মোরেলগঞ্জের স্টীল ব্রীজ এলাকায় খাঁদে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২টার দিকে রাস্তার গর্তে আটকে থাকা অপর একটি ট্রাককে পাশ পাটিয়ে যাওয়ার সময় এই ট্রাকটি পার্শ্ববর্তী ডোবায় পড়ে যায়। ট্রাকটিতে সাড়ে ৬ টন ধান রয়েছে। শরণখোলা থেকে ধান নিয়ে খুলনায় যাবার পথে এ ঘটনা ঘটে। খাঁদে পড়ার পরে ট্রাকের ড্রাইভারকে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। পরে সে পালিয়ে যায় বলে স্থানীয়রা জানান। তবে ওই ড্রাইভারের নাম পরিচয় জানা যায়নি। ট্রাকটি ধানসহ এখনো ডোবায় পড়ে রয়েছে।
বিডি-প্রতিদিন/২৪ জানুয়ারি ২০১৬/ শরীফ