কক্সবাজারের টেকনাফে প্রশাসন কর্তৃক ইয়াবা আটকের জের ধরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে ইয়াবা ব্যবসায়ীরা। নিহত যুবককে প্রশাসনের সোর্স সন্দেহে পিটিয়ে হত্যা করা হয় বলে জানা গেছে। সে সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকার সোনা মিয়ার ছেলে মোহাম্মদ হোসেন (২৫)। পুলিশ শনিবার রাত ১১টার দিকে টেকনাফ সাবরাং হারিয়াখালী এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার সকালে তার লাশ কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে।
টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন জানান, রাতে খবর পেয়ে সাবরাং হারিয়াখালী এলাকার এক বাড়ি থেকে মোহাম্মদ হোসেনের লাশ উদ্ধার করা হয়। নিহত লাশের সুরতহাল তৈরী করে কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে। ইয়াবা সংক্রান্ত ঘটনার জের ধরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে জানা গেছে। পুলিশ হত্যাকারীদের আটকে অভিযান অব্যাহত রেখেছে বলে তিনি জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/২৪ জানুয়ারি ২০১৬/ শরীফ