নোয়াখালীতে স্কুল শিক্ষিকা হত্যা মামলায় জেলা যুবদলের সভাপতি ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ যুবদল ও ছাত্রদলের ১৯ নেতাকর্মীর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রবিবার জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম সমরেশ সেন এই আদেশ দেন।
২০১৪ সালের ২৯ ডিসেম্বর ২০ দলের ডাকা অবরোধের সময় জেলা শহরে পিকেটারদের ইটের আঘাতে ঢাকার তাওহিদ ল্যাবরেটরি স্কুলের সহকারী শিক্ষিকা সামছুন্নাহার নিহত হন। এ ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় আজ জেলা যুবদলের সভাপতি মাহবুব আলমগীর আলো, সদও উপজেলা যুবদলের সভাপতি ভিপি জসিম উদ্দিন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাবের আহম্মদ, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি শামছুদ্দোহা মিঠুসহ যুবদল ও ছাত্রদলের ১৯ নেতাকর্মী আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তাদেরকে কারাগারে প্রেরণের আদেশ দেন।
উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর ২০ দলের হরতাল চলাকালে নোয়াখালী জেলা শহরের উজ্জলপুরে পিকেটারদের ইটের আঘাতে নিহত হন ঢাকার তাওহিদ ল্যাবরেটরি স্কুলের সহকারী শিক্ষিকা সামছুন্নাহার। হরতালের আগের রাতে স্বামী ও শিশু সন্তানসহ বাসার আসবাবপত্র নিয়ে একটি কাভার্ড ভ্যানযোগে গ্রামের বাড়ি লক্ষীপুরের রামগতি যাচ্ছিলেন সামছুন্নাহার। পথিমধ্যে নোয়াখালী জেলা শহরে পিকেটারদের নিক্ষেপ করা ইটের আঘাতে ঘটনাস্থলে নিহত হন তিনি।
সুধারাম থানার ওসি অনোয়ার হোসেন জানান, এ ঘটনায় পুলিশের দায়ের দায়ের করা মামলায় ৬১ জনের বির’দ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
বিডি-প্রতিদিন/২৪ জানুয়ারি ২০১৬/ শরীফ