রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া যৌনপল্লি থেকে দুই কিশোরীকে উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। উদ্ধারকৃতদের বয়স (১৫) ও (১৬)। এ সময় দুই নারীকেও আটক করা হয়। আটককৃতরা হলেন গোয়ালন্দের আতালত হকের স্ত্রী লাল বানু ও সাগর শেখের স্ত্রী মঞ্জুয়ারা।
শনিবার দিবাগত ভোর রাতে ও রবিবার বিকেল ৫টায় ওই দুই কিশোরীকে উদ্ধার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ এসএম শাহজালাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌনপল্লি থেকে বিকেল ৫টার দিকে বাড়িওয়ালা বিউটির বাড়ি থেকে এক কিশোরীকে উদ্ধার করা হয়।
অপরদিকে শনিবার দিবাগত ভোর রাতে যৌনপল্লি থেকে অপর কিশোরীকে উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/২৪ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ