কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় ৪ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ সোমবার সকাল সোয়া ৯টার দিকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে ভোর সোয়া ৫টার দিকে যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ পদ্মায় আটকা ছিল চারটি ফেরি। পাটুরিয়া ফেরিঘাট শাখার বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকার কারণে পাটুরিয়া ঘাট এলাকায় পারের অপেক্ষায় রয়েছে তিন শতাধিক যানবাহন। এর আগে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। আজ সোমবার ভোর সোয়া ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সেই সময় পাটুরিয়া ফেরিঘাটের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, কুয়াশার তীব্রতা বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনারোধে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/২৫ জানুয়ারি ২০১৬/শরীফ