বাগেরহাট জেলায় সোমবার সকালে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভোবনী এবং বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। বাগেরহাট স্বাধীনতা উদ্যানে সকালে তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এই মেলা।
বাগেরহাটের স্থানীয় সরকার উপপরিচালক মো.শফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মমিনুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, বাগেরহাট প্রেসক্লাব সভাপতি মো. শাহ আলম টুকু, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহিদুল হক প্রমুখ।
সরকারের ‘রূপকল্প - ২০২১’ বাস্তবায়নে ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়তে তথ্য ও প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের সরকারি-বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের ই-সেবা সম্পর্কে জনসাদারণকে অবহিত করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচির আওতায় বাগেরহাটের জেলা প্রশাসন তিন দিনব্যাপী এই ডিজিটাল উদ্ভোবনী এবং বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আয়োজন করেছে।
মেলায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জ্ঞান ভিত্তিক উদ্ভাবনী উপকরণ, ব্যাংক, বীমা, পাসপোর্ট, ভুমি, প্রাণী সম্পদসহ বিভিন্ন দপ্তাহর ৯টি উপজেলার ইউডিসি কেন্দ্রর সেবা সমুহের প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরা হচ্ছে। মেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান মিলে ৪৫টি স্টল তাদের প্রযুক্তিও সেবা সমুহ দর্শনার্থীদের সামনে প্রর্দশন করছে। এই মেলাটি চলবে বুধবার বিকাল পর্যন্ত।
বিডি-প্রতিদিন/ ২৫ জানুয়ারি, ২০১৬/ রশিদা