ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রেশরপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সোমবার সকালে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৩ পুলিশসহ ১৫ জন আহত হয়েছেন। আহতদেরকে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শৈলকুপা থানার ওসি মো. তোজাম্মেল হক জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে শৈলকুপা উপজেলার শেরপুর গ্রামের মাখখ ও তোবারক হোসেনের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সকাল ৮টার দিকে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২১ রাউন্ড রাবার ও শর্টগানের ফাঁকা গুলি ছুড়ে। এ সময় শৈলকুপা থানার এসআই সুনীলসহ ১৫ জন আহত হয়।
বিডি-প্রতিদিন/ ২৫ জানুয়ারি, ২০১৬/ রশিদা