কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) রাবার বুলেটে বাংলাদেশি এক গরু চোরাকারবারী মারাত্নক আহত হয়েছেন। তার নাম আজিদুল হক (৩২)। তিনি উপজেলার বালারহাটের ধুলারকুটি গ্রামের হাসেন আলীর ছেলে। গতকাল দিবাগত রাত ১ টার দিকে ধুলারকুটি সীমান্তে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সীমান্তে টহল জোরদার করা হয়েছে।
আহতের পিতা হোসেন আলী, এলাকাবাসী ও বিজিবি জানায়, ওই সীমান্তের ভারতের কোচবিহার জেলার খারিদা হরিদাস-নারায়ণগঞ্জ এলাকা দিয়ে ভারতের একটি গরু চোরাকারবারী দলের সহায়তায় বাংলাদেশের ৮-১০ গরু চোরাকারবারী গরু নিয়ে দেশে ঢোকার চেষ্টা করছিল। তারা সীমান্তের শূন্য রেখায় প্রবেশ করা মাত্র ভারতের ১২৪- নারায়নগঞ্জ বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এতে কপাল, চোখ ও উরুতে বুলেট বিদ্ধ হয়ে আজিদুল মারাত্নক আহত হন। পরে তার সহযোগীরা তাকে উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসে। আজিদুলের পরিবার জানায়, তিনি রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন আছেন।
এ ব্যাপারে ৪৫ বিজিবি কুড়িগ্রামের শিমুলবাড়ী কোম্পানি সদরের কোম্পানি কমান্ডার সুবেদার গোলাম মুর্তজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, 'আমরা খোঁজ খবর নিচ্ছি আরো কোনো ব্যক্তি আহত হয়েছেন কিনা। সীমান্তে বিজিবির টহল জোড়দার করা হয়েছে। প্রচণ্ড ঠাণ্ডা এবং ঘন কুয়াশার কারণে চোরাকারবারী দিনের বেলাই এ সুযোগ নেয়। এত ঘন কুয়াশা যে ১০ হাত দূরের বস্তু ভালোভাবে দেখা যায় না।
বিডি-প্রতিদিন/২৫ জানুয়ারি ২০১৬/শরীফ