নাটোরের হরিশপুর বাইপাস এলাকায় নাটোর-রাজশাহী মহাসড়কের ওপর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ৯টার দিকে মহাসড়কের রামাইগাছি এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, নাটোর-রাজশাহী মহাসড়কের রামাইগাছি এলাকায় রাস্তার উপর রক্তমাখা মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এখন পর্যন্ত মৃত ব্যক্তির নাম ঠিকানা জানা যায়নি। পরিচয় নিশ্চিত হওয়ার জন্য বিভিন্ন থানায় ম্যাসেজ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো ট্রাক বা বাসের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। বিষয়টি এখনও নিশ্চিত নয় পুলিশ জানায়।
বিডি-প্রতিদিন/ ২৫ জানুয়ারি, ২০১৬/ রশিদা