কুড়িগ্রামের নাগেশ্বরীতে নৈশকোচ চাপায় বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। এ ঘটনায় অপর ছেলে গুরুতর আহত হয়েছে। সোমবার সকাল ৭টার দিকে নাগেশ্বরী পৌর এলাকার মাছুরখামার-জামতলায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কাইটটারী গ্রামের জাহাঙ্গীর আলম তার দুই ছেলে মিল্লাত(১১) ও জিয়াকে(৭) মটরসাইকেলে করে শিশুবিতান নাগেশ্বরীতে পৌঁছে দিতে যাচ্ছিল। পথে পৌর এলাকার বাশেরতল জামতলায় 'আদর এন্টারপ্রাইজ' নামের নৈশকোচ মটরসাইকেলকে চাপা দিয়ে ভুরুঙ্গামারী চলে যায়। এতে ঘটনাস্থলে জিয়া মারা যায়। বাকি দু'জনকে গুরুতর আহতাবস্থায় প্রথমে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথে মারা যায় জাহাঙ্গীর আলম।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আককাছ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/২৫ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ