নাশকতা ও ককটেল বিস্ফোরনের মামলায় নোয়াখালীর সেনবাগ পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহিদ উল্যা, পৌর বিএনপির দপ্তর সম্পাদক মজিবুর রহমান, পৌরসভার ৭নং ওয়ার্ড সভাপতি বেলাল হোসেন, কাদিরপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাহারসহ বিএনপির ৭ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।
সোমবার দুপুর সাড়ে ১২টায় নোয়াখালীর সেনবাগ-চাটখিল ৪নং আমলী আদালতে (বিচারিক ম্যাজিস্ট্রেট)এর কাছে আত্মসমর্পণ করতে আসলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: সিরাজ উদ্দিন ইকবাল তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্র জানায়, ককটেল বিষ্ফোরণ ও নাশকতা মামলায় দীর্ঘদিন আত্মগোপনের থাকার পর বিএনপির ৭ নেতাকর্মী সোমবার দুপুরে জামিন আবেদন চেয়ে আদালতে আত্মসমর্পণ করতে আসলে বিজ্ঞ আদালত শুনানীর পর তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
উল্লেখ্য, ২০১৫ সালের ৭নভেম্ব ২০ দলীয় জোটের সিপাহী বিপ্লবের সময় ককটেল ও নাশকতার করা দায়ে এসআই মধু সুধন বাদী হয়ে সেনবাগ থানায় মামলা দায়ের করেন।
বিডি-প্রতিদিন/ ২৫ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন