নাটোরের বড়াইগ্রামে পিকনিকে যাওয়ার টাকা না পাওয়ায় আত্মহত্যা করেছে বনপাড়া সেন্ট যোসেফ স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র শাকিল (১৭)।
রবিবার রাতে সে আত্মহত্যা করে।
পুলিশ জানায়, কলেজের সহপাঠীদের সঙ্গে পিকনিকে যাওয়ার জন্য শাকিল তার বাবার কাছে পিকনিকের চাঁদা বাবদ ৫০০ টাকা চায়। কিন্তু বাবা টাকা না দিয়ে পড়াশুনার প্রতি মনোযোগ দিতে বলেন। এতে অভিমানে নিজ বাসার শয়ন কক্ষে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে শাকিল।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই দয়াল কুমার ব্যানার্জী বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ ২৫ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন