লক্ষ্মীপুরে ৪০০ পিস ইয়াবাসহ সালমা আক্তার নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বিকালে সদর উপজেলার দালাল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সালমা স্থানীয় আনোয়ারের স্ত্রী বলে জানায় পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গেপান সংবাদ পেয়ে অভিযান চালিয়ে সালমাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে তার স্বামী আনোয়ারকেও ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। থানায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/ ২৫ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন