ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক মাদকাসক্ত ছেলেকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করেছে তার বাবা। এসময় আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।
সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব এ আদেশ প্রদান করেন।
এদিকে একই আদালত মাদক সেবনের দায়ে তিন যুবককে এক হাজার টাকা করে জরিমানা করে। কারাদণ্ডাদেশপ্রাপ্ত যুবক হলেন উপজেলার টানমান্দাইল গ্রামের সুহেল ভূঁইয়া (৩২)। জরিমানা করা হয় ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের মধ্যপাড়ার সঞ্জয় চক্রবর্তী (৩০), হাসনাত চৌধুরী (৩২) এবং সুমন মিয়া (৩০)।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সুহেল মাদকাসক্ত। মাদক সেবন করে সে প্রায় প্রতিদিন পরিবারে সদস্যদের উপর অত্যাচার চালাতো। সোমবার সকালেও একই কাজ করলে তার পিতা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। পরে পুলিশ তাকে আটক করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করে। আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।
এদিকে একই আদালত মাদক সেবনের দায়ে তিন যুবককে এক হাজার টাকা করে জরিমানা করেন। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদার জানান, মাদক সেবনরত অবস্থায় সড়ক বাজার এলাকা থেকে রবিবার রাতে তাদের আটক করা হয়। পরে সোমবার দুপুরে তাদের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়। এসময় অপরাধ স্বীকার করায় আদালত তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করে।
বিডি-প্রতিদিন/ ২৫ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন