বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় মহাসড়কের কামারখন্দে সবজি বোঝাই ট্রাকে পেট্টোল বোমা মেরে আগুন দেয়াসহ তিনটি মামলায় বিএনপি-ছাত্রদল ও যুবদলের ৯ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার দুপুরে আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করলে জেলা ও দায়রা জজ জাফরোল হাছান জামিন না মঞ্জুর করে তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এরা হলো- থানা যুবদলের সহ-সভাপতি আব্দুল জলিল, স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, যুবদল নেতা লেলিন সরকার, বিএনপি নেতা আব্দুস সালাম, ছাত্রদল নেতা নাসিম, ছানোয়ার হোসেন, নজরুল ইসলাম জাম্বু ও আমিনুল ইসলাম।
মামলা সুত্রে জানা যায়, অবরোধ চলাকালে ২০১৩ সালের ২১ ডিসেম্বর মহাসড়কের ঝাঐল এলাকায় রাত ১০টার দিকে নওগাঁ থেকে ঢাকাগামী সিমবোঝাই ট্রাকে পেট্টোলবোমা নিক্ষেপ করা হয়। এতে ট্রাক ড্রাইভার শাহিন ও নাজমুল সরকার আগুনে পুড়ে গুরুত্বর আহত হয়। এ ঘটনায় শাহিনের ভাই মাসুদ রানা বাদী হয়ে বঙ্গবন্ধু সেতু থানায় ৩৫ জন নামীয়সহ দেড় শতাধিক অজ্ঞাতনামা আসামী দিয়ে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ৪০জনের নামে আদালতে প্রতিবেদন দাখিল করেন।
আসামীর পক্ষের আইনজীবী এ্যাড. নুরুল আমিন জানান, ট্রাক পোড়ানো ছাড়াও ট্রেন পোড়ানোসহ তিনটি মামলায় নেতাকর্মীরা আত্মসমর্পন করেছিল। বিচারক জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠোনোর নির্দেশ দিয়েছেন।
বিডি-প্রতিদিন/ ২৫ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন