সিরাজগঞ্জের শাহজাদপুরে নিয়ন্ত্রন হারিয়ে একটি ট্রাক রাস্তার পার্শ্বে ঘরের ওপর উল্টে পড়ায় ঘটনাস্থলেই একই পরিবারের ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত দুইজন।
মঙ্গলবার ভোর ৫ টার দিকে শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুর নব কুমার ব্রীজের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- দ্বারিয়াপুর গ্রামের আবু বক্কার (৩০), তার স্ত্রী আদরি খাতুন (২৬) ও ছেলে সাব্বির আহমেদ (৬)। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া উর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জনান, যশোর থেকে গুড়বাহী একটি ট্রাক শাহজাদপুর উপজেলা সদরে আসছিলো । পৌর শহরের দ্বারিয়াপুর নব কুমার ব্রীজ এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্র হারিয়ে একটি ঘরের ওপর উল্টে পড়ে। এ সময় একই পরিবারের তিনজন ঘটনাস্থলেই নিহত হয়। মজনু ও সৌরভ নামের দুইজন আহত হয়। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া উর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে।
শাহজাদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান জানান, ক্ষতিগ্রস্থ পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৫ হাজার টাকা ও শাহজাদপুর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ৩০ হাজার টাকা দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/২৬ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ