চাঁদপুর জেলার হাইমচরের মেঘনা নদীতে একটি যাত্রীবাহী ট্রলারডুবির খবর পাওয়া গেছে। এ ঘটনায় ট্রলারে থাকা অনেকেই সাঁতরে তীরে আসলেও বেশ কয়েকজন নিখোজ বলে জানা গেছে।
মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে যাত্রীবাহী একটি ট্রলার ডুবে যায় বলে নিশ্চিত করেছেন হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন।
সাঁতরে তীরে আসা কয়েকজন যাত্রী জানান, ট্রলারটি ৩০ থেকে ৪০ জন যাত্রী নিয়ে হাইমচর থেকে ঈশান বালার চরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে একটি তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। এরপর অনেকে সাঁতরে তীরে এলেও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে তাঁরা আশঙ্কা প্রকাশ করেন।
বিডি-প্রতিদিন/২৬ জানুয়ারি, ২০১৬/মাহবুব