সাতক্ষীরায় ভোমরা স্থল বন্দর এলাকা থেকে অপহৃত সিএন্ডএফ ব্যবসায়ী আব্দুস সেলিম (৩৫)-কে যশোরের শার্শা উপজেলার কাজিরবেড় এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। অপহরণের ঘটনায় পুলিশ সদস্য বেলাল হোসেনসহ চার অপহরণকারীকে আটক করেছে ডিবি পুলিশ।
অপহরণের একদিন পরেই যশোরের শার্শা উপজেলার কাজিরবেড় এলাকার শহিদুল ইসলাম সান্টুর বাড়ি থেকে মঙ্গলবার রাত ৯টার দিকে সাতক্ষীরা ডিবি পুলিশের একটি টিম ব্যবসায়ী আব্দুস সেলিমকে উদ্ধার করে বুধবার সকালে সাতক্ষীরায় নিয়ে আসে।
অপহৃত ব্যবসায়ী আব্দুস সেলিম কালিগঞ্জ উপজেলার জাফরপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। সোমবার সকালে ভোমরা স্থলবন্দরের দুই নম্বর গেট এলাকা থেকে তিনি ৩০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহরণ করে নিয়ে যায় আটককৃতরা।
সাতক্ষীরা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, ভোমরা বন্দর এলাকা থেকে ব্যবসায়ী আব্দুস সেলিমকে ৩০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহরণ করে নিয়ে যায় কালিগঞ্জ উপজেলার বাতুয়াডাঙ্গা গ্রামের আব্দুল কাদের গাজীর ছেলে পুলিশ সদস্য বেলাল হোসেন (৪১), যশোর জেলার শার্শা উপজেলার কাজির বেড় গ্রামের আকরাম হোসেনের ছেলে রবিউল ইসরাম (২২), একই উপজেলার যাদবপুর গ্রামের আজিম উদ্দিন মাষ্টারের ছেলে হাফিজুর রহমান (৩২) ও সাতক্ষীরার দক্ষিণ পলাশপোল গ্রামের মুনসুর আলীর ছেলে তুহিন হোসেন (৩৫)।
এ ঘটনার পর ওই ব্যবসায়ীর পরিবারের অভিযোগের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে যশোরের শার্শা উপজেলার কাজিরবেড় এলাকার শহিদুল ইসলাম সান্টুর বাড়ি থেকে উদ্ধার করা হয়। এসময় অপহরণের সঙ্গে জড়িত ওই চারজনকে আটক করা হয়।
উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন সাতক্ষীরা সদরের এএসপি সার্কেল আতিকুল হক। তিনি জানান, আটকৃতদের মধ্যে বেলাল হোসেন পুলিশ সদস্য। তার কনস্টেবল নম্বর-১৫৪১। বর্তমানে তিনি খাগড়াছড়িতে কর্মরত ।
বিডি-প্রতিদিন/ ২৪ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা