জামালপুরে ৯ মাসের এক শিশুকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে শিশুর দাদিকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, পারিবারিক কলহের জের ধরে জামালপুর সদরের শরিফপুর ইউনিয়নের রনরামপুর গ্রামের শারীরিক প্রতিবন্ধী আমিনুল ইসলামের ৯ মাসের শিশুপুত্র মিরাজকে মঙ্গলবার দুপুরে সবার অজ্ঞাতে বিষপান করায় তার দাদি। গুরুতর অসুস্থ অবস্থায় শিশু মিরাজকে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যায় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
খবর পেয়ে আজ বুধবার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশু মিরাজের দাদি আঙ্গুরী বেগমকে আটক করে জামালপুর থানায় নিয়ে আসে।
শিশু মিরাজকে বিষ খাওয়ানোর কথা স্বীকার করে সাংবাদিকদের জানান, কয়েকদিন আগে লাকড়ি নিয়ে ঝগড়ার সময় তার সত্ ছেলে আমিনুল তাকে মারধর করে। এই জেদে সে সত্ ছেলে আমিনুলের শিশু পুত্র মিরাজকে পিপঁড়া মারার বিষ খাইয়েছে।
জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানিয়েছেন, বিষক্রিয়ায় শিশুটির মৃত্যু হয়েছে এটি নিশ্চিত করেছে হাসপাতালের ডাক্তাররা। ময়নাতদন্তের জন্য শিশুর লাশ জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে শিশুর মা মনিরা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
বিডি-প্রতিদিন/২৪ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ