কালিয়াকৈর থেকে ছিনতাই হওয়া এক ট্রাক চাল ঘাটাইল থেকে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার ভোরে ঘাটাইল ও কালিয়াকৈর থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার জামুরিয়া ইউনিয়নের সাধুরপাড়া গলগন্ডা গ্রাম থেকে চালগুলো উদ্ধার করে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুইজনকে আটক করেছে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন জানান, গত ২০ ফেব্রুয়ারি দিনাজপুরের বড়ইল চেহেলগাজী এলাকার আসিয়া অটোমেটিক রাইস মিলস্ থেকে তিনশত বস্তা চাল নিয়ে ঢাকা-মেট্রো-ট-১৪-৭৫১৬ নম্বরের একটি ট্রাক নারায়নগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। ঐ দিন রাত সাড়ে তিনটার দিকে গাজীপুরের কালিয়াকৈর এলাকায় পৌঁছালে চাল ভর্তি ট্রাকটি ছিনতাই হয়। পরদিন ট্রাক মালিক ইসমাইল হোসেন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন। খোঁজাখুজির এক পর্যায়ে পুলিশ বুধবার ভোরে ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের সাধুরপাড়া গলগন্ডা গ্রামে অভিযান চালিয়ে মির্জা সুমনের মুরগির খামার সহ বিভিন্ন স্থান থেকে ২ শত ৪০ বস্তা চাল উদ্ধার করে। ঘাটাইল ও কালিয়াকৈর থানার পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। তবে ট্রাকটি উদ্ধার করতে পারেনি পুলিশ। এ সময় ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ঘাটাইল উপজেলার সাধুর গলগন্ডা গ্রামের মির্জা শামছুল হকের ছেলে মির্জা সুমন (৩০) নামে একজনকে আটক করে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় সাইফুল ইসলাম (৩৫) নামে আরো একজনকে।
বিডি-প্রতিদিন/ ২৪ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন