ট্রেন পোড়ানোসহ নাশকতা ও সরকারী কাজে বাধা দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় সলঙ্গা থানা যুবদলের সভাপতি রাশেদুল হাসান পাপনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বুধবার দুপুরে জেলা জজ আদালতে আত্মসমর্পন করে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করলে বিচারক মো. জাফরোল হাসান জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পাবলিক প্রসিকিউটর এ্যাড. আব্দুর রহমান বিষয়টি করেছেন।
মামলা সুত্রে জানা যায়, ২০১০ সালের ১০ অক্টোবর সিরাজগঞ্জের সয়দাবাদে খালেদা জিয়ার জনসভা চলাকালে ট্রেনে কাটা পড়ে বিএনপির ৬ কর্মী নিহত হয়। এতে নেতাকর্মীরা বিক্ষুদ্ধ হয়ে ট্রেনে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় র্যাব, পুলিশ ও যুবলীগ নেতা গোলাম হায়দার বাদী হয়ে পৃথক ৮টি মামলা দায়ের করেন। এসব মামলায় যুবদল নেতা পাপন চার্জশীটভুক্ত আসামী ছিলেন।
এদিকে, যুবদল নেতা পাপনের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেছেন জেলা যুবদলের সাধারন সম্পাদক মির্জা আব্দুল জব্বার বাবু।
বিডি-প্রতিদিন/ ২৪ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন