বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপি মনোনীত এক চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে গুলি ও অপর এক প্রার্থীর বাড়ির কাছে ককটেল বিষ্ফোরণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত ৯টার দিকে তেলিগাতী ও হোগলাপাশা ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ছাড়াও বিভিন্ন ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থীদেরকে প্রার্থীতা প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
তেলিগাতী ইউনিয়নে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. আলমগীর হোসেন চৌধুরী অভিযোগ করেন যে, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা তার বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় তিনি বাড়িতে ছিলেন না। দুর্বৃত্তরা আলমগীরকে না পেয়ে ফাকা গুলি ছুড়ে আতংক ছড়ায়।
হোগলাপাশা ইউনিয়নে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান মফিজুল হকের অভিযোগ, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ৩০-৪০ জনের একদল যুবক আওয়ামী লীগ প্রার্থীর পক্ষ্যে ‘নৌকার’ স্লোগান দেয়। এক পর্যায়ে মিছিলকারীরা মফিজুল হকের বাড়ির কাছাকাছি গিয়ে পরপর দুটি ককটেল বিষ্ফোরণ ঘটায়। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।
গুলি ও ককটেল বিষ্ফোরণের ঘটনার কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানান সংশ্লিষ্ট থানার ওসি মো. রাশেদুল আলম।
এ ছাড়া বারইখালী ইউনিয়নে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী এফ. এম শামীম আহসান অভিযোগ করেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর ভাই তাকে প্রার্থীতা প্রত্যাহার করে এলাকা ছেড়ে না গেলে প্রাণহানির হুমকি দিয়েছেন। নিশানবাড়িয়া ইউনিয়নেও আওয়ামী লীগ প্রার্থীর কর্মীরা বিএনপি মনোনীত প্রার্থী লোকমান হোসেন হাওলাদারকে প্রার্থীতা প্রত্যাহারের জন্য হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বিডি-প্রতিদিন/২৪ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ