নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বানিয়াদী এলাকা থেকে মাইনুল ইসলাম রাজ (১৫) নামে এক মাদরাসার শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। নিখোঁজের দুই দিন পার হয়ে গেলেও ওই শিক্ষার্থীর কোনো খোঁজ মিলেনি। মাইনুল ইসলাম রাজ বানিয়াদী এলাকার জসিম উদ্দিনের ছেলে। সে স্থানীয় বানিয়াদী সুইজগেইট হাফিজিয়া মাদরাসায় কোরআনে হাফেজ বিভাগের পড়াশোনা করছে।
মাইনুল ইসলাম রাজের নানা ফরহাদ হোসেন জানান, তার কাছে থেকে মাইনুল ইসলাম রাজ মাদরাসায় লেখাপড়া করে আসছে। প্রতিদিনের ন্যায় গত মঙ্গলবার সকালে মাদরাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর মাদরাসায় যায়নি সে। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এতে বাধ্য হয়ে আজ বুধবার দুপুরে রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
বিডি-প্রতিদিন/২৪ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ